খেলাধুলা

সুন্দর ঝড়ে সিরিজে সমতা ফেরাল ভারত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয়টি জিতে অস্ট্রেলিয়া যায় এগিয়ে। তবে আজ রোববার (০২ নভেম্বর) হোবার্টে তৃতীয় ম্যাচে ভারত দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।

এদিন অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রান তোলে। জবাবে ওয়াশিংটন সুন্দর ঝড়ে ভারত ৫ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

রান তাড়া করতে নেমে ১৪.২ ওভারের সময় ১৪৫ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। তখনও জিততে ৪২ রান প্রয়োজন ছিল ভারতের। ক্রিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা। সেখান থেকে দুজন অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সুন্দর মাত্র ২৩ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন। আর জিতেশ ১৩ বলে ৩ চারে ২২ রানে অপরাজিত থাকেন।

তাদের আগে অভিষেক শর্মা ২৫, শুভমান গিল ১৫, সূর্যকুমার যাদব ১১ বলে ২৪, তিলক ভার্মা ২৯ ও অক্ষর প্যাটেল ১৭ রান করে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। বল হাতে অস্ট্রেলিয়ার নাথান এলিস ৪ ওভারে ৩৬ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন জাভিয়ের বার্টলেট ও মার্কাস স্টয়েনিস।

তার আগে টিম ডেভিড ও স্টয়েনিসের ব্যাটে অস্ট্রেলিয়ার রান ১৮৬ পর্যন্ত যায়। ডেভিড ৩৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৭৪ ও স্টয়েনিস ৩৯ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন। এছাড়া ম্যাথিউ শর্ট অপরাজিত ২৬ রান করেন ১৫ বলে ২ চার ও ১ ছক্কায়।

বল হাতে ভারতের সেরা ছিলেন আরশদীপ সিং। তিনি ৪ ওভারে ৩৫ রানে ৩টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩ রানে নেন ২টি উইকেট। শিভম দুবে ৩ ওভারে ৪৩ রানে নেন ১টি উইকেট।