নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে রায়পুরা থানায় এই মামলা দায়ের করেন নিহতদের মা জোসনা বেগম। পরে রাতে পুলিশ এ মামলায় নিহতদের চাচি শরীফা বেগম (৫২), চাচাতো বোন আরজিনা (২২) ও আসমা আক্তারকে (১৫) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার (১ নভেম্বর) দুপুরে ২০ বছর আগের পাওনা ১ হাজার ৭০০ টাকার পরিবর্তে বাড়ির জমি দাবি করার জের ধরে রায়পুরা উপজেলার চর সুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুণ মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) তাদেরই চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন। এর পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য তিনজকে আটক করে। পরে বাদীপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে নিহত দুই ভাইয়ের চাচি শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, রায়পুরা থানায় দায়ের করা মামলায় নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচাতো ভাই রিপন, শিপন, চাচি শরীফা বেগমসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।