সারা বাংলা

৬ বাসে মিলল ৩৫ মণ জাটকা, চালকদের জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকাগামী ছয়টি বাসে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বাসগুলোর চালকদের দুই হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, ‍“১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন ও বিনময় করলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।