সারা বাংলা

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে সংঘর্ষে জড়ান তারা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহ-সভাপতি ও কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদুর রহমান এবং সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈমের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে কলামনখালী গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছিল। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুর রহমান বলেন, “রবিবার কলোমানখালি বাজারে একটি দোকান বন্ধ করে দেন নাঈম ও তার সমর্থকরা। এ নিয়ে এলাকায় উত্তেজনো শুরু হয়। নাঈমের লোকজন আমার সমর্থকদের উপর চড়াও হয়। পরে সংঘর্ষ শুরু হয়।”

সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমার ৭-৮ জন আহত হয়েছেন। অতর্কিতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছেন আসাদুর রহমানের লোকজন।”

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”