বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় স্থান পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুজন হলেন- পার্বত্য জেলা রাঙামাটিতে দীপেন দেওয়ান এবং বান্দরবানে সাচিং প্রু। অপর পার্বত্য জেলা খাগড়াছড়িতে মনোনয়ন পেয়েছেন আব্দুল ওয়াদুদ ভুঁইয়া।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।