জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুরে জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার অফিসে ককটেল নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে সদর পৌরসভা ঈদগাহ মাঠের পাশে অবস্থিত অফিসটিতে ঘটনাটি ঘটে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সবুজ তালুকদার এনসিপি করেন। তিনি দলটির জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী। সোমবার রাত ৮টার দিলে সন্ত্রাসীরা তার অফিস লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের আওয়াজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ‘শুরু থেকেই আমি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই আমাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন থেকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমি বলতে চাই—জুলাই আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভয় পাইনি, তাই ভীতি দেখিয়ে কোনো ফল হবে না। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”