টাইফুন কালমেগির প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ের প্রভাবে সারাদেশে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, সেবু দ্বীপের পুরো শহর প্লাবিত হয়েছে। গাড়ি, ট্রাক এমনকি বিশাল শিপিং কন্টেইনারগুলোকে কাদা বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে।
বেসামরিক প্রতিরক্ষা উপ-প্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো জানিয়েছেন, শুধুমাত্র সেবুতেই ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, ঝড়ের বর্তমান মৃতের সংখ্যা ২৬।
তিনি বলেন, “আমাদের কাছে থাকা তথ্যের অনুযায়ী, তাদের বেশিরভাগই ডুবে মারা গেছেন।”
রাজ্যের আবহাওয়া বিশেষজ্ঞ চারমাগনে ভারিলা জানিয়েছেন, কালমেগির ভূমিধ্বসের ২৪ ঘন্টা আগে, প্রাদেশিক রাজধানী সেবু সিটির আশেপাশের এলাকায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যা মাসিক গড় ১৩১ মিলিমিটারেরও বেশি ছিল।
প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো বলেছেন, “সেবুর পরিস্থিতি সত্যিই নজিরবিহীন। আমরা আশা করেছিলাম বাতাস সবচেয়ে বিপজ্জনক অংশ হবে, কিন্তু... পানি-ই আমাদের জনগণকে সত্যিই ঝুঁকির মধ্যে ফেলছে। বন্যার পানি কেবল ধ্বংসাত্মক।”
স্থানীয় দুর্যোগ কর্মকর্তা এথেল মিনোজা এএফপিকে জানিয়েছেন, সেবু সিটিতে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনো বন্যার পানিতে আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।