দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে সম্পাদক মতিউর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের উপদেষ্টা রশিদুর রহমান সবুর, ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।