সারা বাংলা

খাগড়াছড়িতে চলছে রাস উৎসব ও মেলা

খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে চলছে সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব। গত সোমবার সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিতার মধ্যদিয়ে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত পর্যন্ত।

দুর্গার পূজার এক মাস পর রাস পূজা করেন সনাতন ধর্মালম্বীরা। এই উৎসবকে ঘিরে খাগড়াছড়ির  শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে এখন চলছে উৎসবের আমেজ। এই উৎসবকে ঘিরে মন্দিরের পাশে বসেছে মেলা। চট্টগ্রাম-ফেনীসহ বিভিন্ন এলাকা থেকে দোকানিরা এসে পসরা সাজিয়ে বসেছেন। 

পুণ্যার্থী সাগর চক্রবর্তী, স্বপন দে ও বিপাশা বিশ্বাস জানান, খাগড়াছড়ি যেহেতু পাহাড়ি জেলা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস, সে জন্য এখানে ভিন্নতাও আছে। মেলায় প্রতিদিন ভিড় করছেন পাহাড়ি-বাঙালিরা। তারা সবার মঙ্গলের জন্য প্রার্থনা করবেন বলে জানান।

খাগড়াছড়ির লক্ষী নারায়ণ মন্দিরের পুরোহিত রতন চক্রবর্তী বলেন, “এই পূজা ও নামযজ্ঞের মধ্যে দিয়ে সবার জন্য মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা।”

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “পূজা যেন সুন্দর ও সুস্থভাবে শেষ হয়, সে জন্য পুলিশ প্রশাসনের থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।  এই উৎসব উপলক্ষে সবাই যেন নির্বিঘ্নে যাতে ধর্মীয় কার্যক্রম চালাতে পারেন সেজন্য পুলিশ টহলের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশ কাজ করছে।”