বোলিংটাও শুরুতে ঠিকঠাক হলো না। ব্যাটিংটা হলো হলো বাজে। তাতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তা পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহীতে দুই দল পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল। আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ৭ উইকেটে ২৭৫ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৭৩ রানে।
চরম ব্যাটিং বিপর্যয়ে ১০২ রানের পরাজয়কে সঙ্গী করেছে স্বাগতিকরা। শেষ ৭ উইকেট বাংলাদেশ হারায় মাত্র ৩৫ রানে। শেষ ছয় ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন কালাম। ১ ছক্কা ও ৮ চারে সাজান ইনিংসটি। এছাড়া ৪টি ছক্কা ও ৩টি চারে ৫০ বলে ৫২ রান করেন রিজান। এই দুইজনের জুটিতে আসে ৯৩ রান। এরপরই টপাটপ উইকেট হারিয়ে পরাজয় বরণ করে বাংলাদেশ। আফগানিস্তানের সেরা বোলার জাতিউল্লাহ শাহিন ৪০ রানে ৪ উইকেট নেন। ২৩ রানে ৩ উইকেট পেয়েছেন ওয়াহিদউল্লাহ জাদরান।
এর আগে আফগানিস্তানের হয়ে সেঞ্চুরি করেন ফয়সাল। ১০৫ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১০০ রান করেন তিনি। এছাড়া ৬৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক মাহবুব খান। ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন উজাইরুল্লাহ নিয়াজাই। বাংলাদেশের বোলারদের মধ্যে আল ফাহাদ ও আজিজুল হাকিম ২টি করে উইকেট নেন। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বগুড়ায় জিতেছিল বাংলাদেশ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হয়। তৃতীয় ম্যাচ জিতে আফগানিস্তান সিরিজে সমতা ফেরাল। রাজশাহীতেই সিরিজের শেষ দুই ম্যাচ শুক্র ও রোববার।