শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কোর কমিটি আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
বুধবার (৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
কোর কমিটির ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের কথা থাকলেও কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য কমিটির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
ফারুক ই আজম বলেন, “গত ১৯ অক্টোবর আমরা যে সভা করেছিলাম সেটার প্রেক্ষাপটে একটি কোর কমিটি গঠন করা হয়েছিল। তারা সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখবে। তদন্ত কাজ চলমান আছে, বিদেশ থেকেও তদন্ত কর্মকর্তা আনার চেষ্টা করেছিল সরকার। তুরস্ক থেকে একটি টিম এসেছিলেন, তারা বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্ত করেছে। ফরেনসিক পরীক্ষার জন্য কিছু বিষয় (নমুনা) এখান থেকে তারা নিয়ে গেছেন। পরীক্ষা করার পর তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট এখন আমাদের কাছে আসেনি। আমরা সেটার জন্য অপেক্ষা করছি।”
আজকে তো কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল-এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন,“সম্পূর্ণ প্রতিবেদনটা আসেনি। বাইরের ফরেন্সিকে একটা টিম এসেছিল তারা তদন্ত করে গেছেন তাদের কাছ থেকেও রিপোর্টটা পাওয়া যায়নি।”
কোর কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “কমিটি এ মাসের পুরোটাই (৩০ নভেম্বর পর্যন্ত) কাজ করবে।”