অর্থনীতি

কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। চুক্তিতে ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন ডিরেক্টর অব অপারেশনস শাহিদুস সাদেক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং হলিডে ইন ঢাকার মার্কেটিং ইনচার্জ তানজিলা আফরিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তির ফলে কমিউনিটি ব্যাংকের হিসাবধারী, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা হলিডে ইন ঢাকায় বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে: ডাইনিং, আবাসন, স্পা সার্ভিস, জিম, সুইমিং পুল ও হেলথ ক্লাব মেম্বারশিপে আকর্ষণীয় ছাড় এবং বুফে রেস্টুরেন্টে “বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি” অফার।

কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের নানাবিধ অভিজ্ঞতায় পরিপূর্ণ ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ ধরনের কৌশলগত অংশীদারিত্ব তাদের ধারাবাহিক উদ্যোগের অংশ।