শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের আলোচিত অভিনেতা জিতু কমল। বুধবার (৫ নভেম্বর) ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং সেটে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়ায় সিনেমাটির শুটিং চলছিল। এ তথ্য স্মরণ করে টিমের এক সদস্য ভারতীয় গণমাধ্যমে বলেন, “শুটিংয়ের মাঝে হঠাৎ বুকে চাপ অনুভব করেন অভিনেতা জিতু কমল। কাঁপুনি দিয়ে জ্বর আসে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিনেতার ঠিক কী হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।”
বর্তমানে বাইপাস সংলগ্ন বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য’। জানা যায়, এ দিন শুটিং সেটে উপস্থিত ছিলেন জিতুর সহ-অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগে এই দুই তারকা ‘বাবুসোনা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। জিতুর অসুস্থতার খবরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা।
সিনেমার পাশাপাশি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং নিয়েও ব্যস্ত জিতু। ধারাবাহিকটি ২০০ পর্ব পেরিয়েছে। চলতি বছরে পর পর বেশ কিছু কাজ করেছেন এই অভিনেতা। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে দেখা যায় তাকে। এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসাও কুড়ান এই অভিনেতা।