ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিসি ক্যামেরা রয়েছে এমন ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত তথ্য দ্রুত পাঠাতে জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন সচিবালয়।
বুধবার (৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, প্রতিটি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাকে আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তালিকাটি ‘নির্বাচন সহায়তা–১’ শাখায় পাঠাতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, তালিকাটি নির্ধারিত ছক অনুযায়ী হার্ডকপি ও নিকস ফন্টে সফটকপি উভয় আকারেই জমা দিতে হবে।
ইসি জানিয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ, ত্রুটিমুক্ত ও নিরাপদ রাখতে সিসি ক্যামেরার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তালিকা প্রাপ্তির পর কমিশন সারা দেশে সিসি ক্যামেরা স্থাপন ও কার্যকারিতা সম্পর্কে পূর্ণ ধারণা পাবে, যা নির্বাচনী পর্যবেক্ষণ ও নজরদারি আরো জোরদার করতে সহায়তা করবে।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তার মতে, সিসি ক্যামেরা থাকা কেন্দ্রগুলোর অবস্থান, সংখ্যা ও প্রযুক্তিগত সক্ষমতা জানা গেলে অনিয়ম পর্যবেক্ষণ সহজ হবে। প্রয়োজনে নতুন ক্যামেরা স্থাপন বা পুরোনো ক্যামেরা মেরামতের উদ্যোগ দ্রুত নেওয়া সম্ভব হবে।
ইসি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে যত বেশি সম্ভব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ থাকে এবং ভোটার ও প্রার্থীদের আস্থা আরো বৃদ্ধি পায়।