সারা বাংলা

ঝালকাঠিতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে পৌরসভার পূর্ব মালিপুর এলাকার নিজ বাড়ি থেকে দুলাল শরীফকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি (তদন্ত) আশ্রাফ আলী জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) আদালতে পাঠানো হবে।