নড়াইলের সদর উপজেলায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একজন। তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার গোবরা বাজারে ঘটনাটি ঘটে। এই বাজারে দগ্ধ সাইফুল ইসলামের মুদি দোকান রয়েছে।
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকরা জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় দোকান থেকে মালামাল বের করতে গিয়ে সাইফুল ইসলাম দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অলোক কুমার বাকচি জানান, মুদি দোকানি সাইফুল ইসলাম সামান্য দগ্ধ হয়ে হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”