সারা বাংলা

ময়মনসিংহে সাবেক পুলিশ ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহে সহকর্মী সাইফুল ইসলামকে হত্যায় বরখাস্ত (স্থায়ী) পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, আলাউদ্দিন ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভাবানীপুর এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহে চাকরিরত অবস্থায় ফুলপুর উপজেলার বাসিন্দা নাসরিনকে বিয়ে করেন। একপর্যায়ে নাসরিন পরকীয়ায় জড়ান আলাউদ্দিনের সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে। এ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে সাইফুল ইসলামের বিরোধ তৈরি হয়। পরকীয়ার জেরে ২০১৪ সালে সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়।

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল এসব তথ্য নিশ্চিত করেছেন।