পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে রূপপুর গ্রীণসিটি মডার্ণ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
রূপপুর গ্রীণসিটি মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাশেম বলেন, ‘‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। কর্মরত শ্রমিকরা বিষয়টি ফায়ার সার্ভিসে জানালে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’’