প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ বৃস্পতিবার (০৬ নভেম্বর) দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে আরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ক্যারিবিয়ানদের সামনে। কিন্তু ৫ উইকেট হারিয়ে নিউ জিল্যান্ডের করা ২০৭ রানের জবাবে সফরকারীরা থামে ৮ উইকেটে ২০৪ রানে। তাতে ৪১১ রানের এই টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩ রানে হার মানে ড্যারেন স্যামির শিষ্যরা।
রান তাড়া করে শূন্য রানেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৯৩ রানেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে দলকে ২০৪ রান পর্যন্ত নিয়ে যান রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও ম্যাথিউ ফোর্ড। পাওয়েল মাত্র ১৬ বলে ১টি চার ও ৬ ছক্কায় ৪৫ রান করেন। শেফার্ড ১৬ বলে ১ চার ও ৪ ছক্কায় করেন ৩৪। আর ফোর্ড ১৩ বলে ২ চার ও ২ ছক্কায় করেন অপরাজিত ২৯ রান।
তাদের আগে অ্যালিক অ্যাথানেজ ২ চার ও ৩ ছক্কায় ৩৩ ও শেই হোপ ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন।
বল হাতে নিউ জিল্যান্ডের মিচেল স্যান্টনার ৪ ওভারে ৩১ রানে ৩টি ও ইশ সোধি ৪ ওভারে ৩৯ রানে ৩টি উইকেট নেন।
তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে মার্ক চ্যাপম্যান করেন সর্বোচ্চ ৭৮ রান। ২৮ বলে খেলা তার ঝড়ো ইনিংসে ৬টি চার ও ৭টি ছক্কার মার ছিল। এছাড়া টিম রবিনসন ৫ চার ও ১ ছক্কায় ৩৯, ড্যারিল মিচেল ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৮ ও স্যান্টনার ২ ছক্কায় অপরাজিত ১৮ রান করেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেস ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। ৭৮ রানের পাশাপাশি ৩টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন চ্যাপম্যান।