খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও শিল্পী আসিফ আকবর।
তিনি বলেন, ‘‘এখানে ক্রিকেটের জন্য আধুনিক টার্ফ উইকেট স্থাপন করা হবে এবং মেয়েদের জন্য আলাদাভাবে ক্রিকেট সুবিধা নিশ্চিত করা হবে।’’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটারদের প্রশিক্ষণ ও খেলাধুলার পরিবেশ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় ক্রিকেট অবকাঠামো, পরিচালনা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
আসিফ আকবর বলেন, “পার্বত্য চট্টগ্রামে মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিসিবি আলাদা ফোকাসে কাজ করবে। আমাদের বিশ্বাস—পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা ক্রিকেটাররা একদিন বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দেবে। সে জন্য পরিকল্পিতভাবে কাজ শুরু করতে হবে।”