সারা বাংলা

চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ফের গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টারকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের একটি বাসা থেকে চুনারুঘাট ও হবিগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওয়াহেদ আলী  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। 

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে ছাড়া পান। 

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার পর আসামিকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।