ক্যাম্পাস

ব্রাকসুর গঠনতন্ত্র সংশোধনে পাঁচ প্রস্তাব

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ব্রাকসু) গঠনতন্ত্র ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে তা সংশোধনের জন্য পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন শিক্ষার্থীরা। ‎ বৃহস্পতিবার (‎৬ নভেম্বর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলনে এসে ব্রাকসু নিয়ে তাদের মতামত উপস্থাপন করে দ্রুত গঠনতন্ত্র সংশোধনের দাবি করেন। ‎ ‎সংবাদ সম্মেলনে গঠনততন্ত্র পরিমার্জন ও সংশোধন বিষয়ে পাঁচটি প্রস্তাব তুলে ধরেন শিক্ষার্থীরা। তারা চান এজিএস পদে একজন নারী প্রার্থী অথবা নারী বা ছাত্রীবিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা হোক। মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদ গঠন করার প্রস্তাব রেখেছেন তারা। 

অন্য তিনটি প্রস্তাব হলো- ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরি-বিষয়ক সম্পাদক পদ সৃষ্টি করা, অনাস্থা প্রস্তাবের মতো স্বেচ্ছাচারী ক্ষমতা না রাখা এবং একই ব্যক্তির দুটি পদে থাকার সুযোগ বাতিল করা।

ব্রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি ও কোষাধ্যক্ষ পদে একই ব্যক্তি বসতে পারবেন। ক্ষমতাবলে উপাচার্য ছাত্রসংসদের সভাপতি হয়ে থাকেন।  ‎ সংবাদ সম্মেলনে বেরোবি শিক্ষার্থী ‎রিফাত রাফি বলেন, “ত্রুটিপূর্ণ নীতিমালা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করা সম্ভব, যদি তাদের সদিচ্ছা থাকে। প্রশাসন চায় কম প্রতিনিধি নিয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে।”

‎আরেক শিক্ষার্থী ইয়ামিন ইসলাম বলেন, “আমি মনে করি, ব্রাকসুতে পদ সংখ্যা আরো বেশি করা উচিত। অনাস্থা প্রস্তাব যদি আনতেই হয়, তাহলে সভাপতি বা কোষাধ্যক্ষের বিরুদ্ধে কেন নয়? তারাও তো অনাস্থা আনার মতো কাজ করতে পারেন। আমরা চাই সভাপতি পদে উপাচার্য, কোষাধ্যক্ষ পদে অন্য কেউ থাকুন।”