সারা বাংলা

শেরপুর সীমান্তে জাল নোটসহ যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আমবাগান সীমান্ত এলাকা থেকে জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ তাকে আটক হয়।

আটক মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, সীমান্তে জাল টাকা পাচারের তথ্য ছিল পুলিশের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আমবাগান এলাকায় অভিযান চালায়। এসময় মেহেদীকে আটক করা হয়। তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আটককৃতের দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়। 

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, “আটক মেহেদীর কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত নোটগুলো একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে দেখে জাল শনাক্ত করা কঠিন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার (৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।”