সারা বাংলা

নেত্রকোণায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার শুনই ইউনিয়নে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মেয়েটির পরিবার এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্ত বাবু মিয়া (২৪) পলাতক।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার জুমার নামাজের সময় কিশোরীর বাবা মসজিদে ছিলেন। তার মা নদীতে গোসল করতে যায়। এই সুযোগে বাবু মিয়া প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একটি নির্জন ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি বাড়িতে ফিরে হাতে লিখে পরিবারের সদস্যদের ঘটনার বর্ণনা দেয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, বাকপ্রতিবন্ধী মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।

অভিযুক্তের বোন মিম আক্তার বলেন, ‍“ধর্ষণের ঘটনাটি মিথ্যা এবং বানোয়াট। তারা যে সময় ধর্ষণের কথা বলছেন, ওই সময় আমি, আমার বাবা এবং ভাই ঘরে ছিলাম। এ সময় আমার ভাই ঘরের বাইরে যায়নি। মেয়েটি আমার ভাইকে প্রায় বিরক্ত করত। বিষয়টি আমরা তাদের পরিবারকে জানিয়েছি।”

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্ত বাবু মিয়া ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চালছে। আশা করছি, দ্রুতই তাকে আইনের আওতায় আনা যাবে।”