রপ্তানি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে করা ১৭ মামলার অভিযোগপত্র দেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার (৯ নভেম্বর) এক বার্তায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
আজ বিকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলে বার্তায় জানানো হয়েছে।
সিআইডি জানায়, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই অর্থপাচার করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠান জনতা ব্যাংক থেকে ৯৩টি এলসি/সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে পণ্য রপ্তানি করে। কিন্তু আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেই রপ্তানিমূল্য বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। বেশিরভাগ পণ্য সংযুক্ত আরব আমিরাতসহ (বিশেষত সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তার ভাই এ এস এফ রহমানের ছেলের যৌথ মালিকানাধীন আর আর গ্লোবাল ট্রেডিং এর ঠিকানায়) এবং অন্যান্য দেশে (যেমন জার্মানি, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কা) রপ্তানি হয়েছে।
এছাড়া, সিআইডি সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে ও বেনামে প্রায় ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান চালাচ্ছে বলেও জানা গেছে।