ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। তার পরবর্তী ‘প্রিন্স’ সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।
শনিবার (৮ নভেম্বর) রাতে মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎ করেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতান। মূলত, ‘প্রিন্স’ সিনেমার ডিওপি অমিত রায়ের বদৌলতে সাক্ষাৎ করেন তারা।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে জানানো হয়েছে, “সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন স্যারের সাথে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। ভারতীয় চলচ্চিত্রের ‘শাহেনশাহ’ সিনেমাটির জন্য আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।”
আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। ডিসেম্বরের শুরুতে দৃশ্যধারণের কাজ শুরু করবেন নির্মাতারা। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে মুম্বাইয়ে। এ কারণে পরিচালক ও প্রযোজক মুম্বাইয়ে অবস্থান করছেন।
অমিভাত বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমার পরিচালক ও প্রযোজককে দেখে অনেকে চমকে উঠেছেন। দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয় পড়ে। নেটিজেনরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। একজন লেখেন, “নিশ্চয়ই অসম্ভব কিছু সম্ভব করতে যাচ্ছে ‘প্রিন্স’, যা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।”
মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “অমিতাভ বচ্চন স্যার একটি শুটিংয়ে ছিলেন। তার মধ্যে অমিত দাদার সঙ্গে আমরা গিয়েছিলাম। বাংলা সিনেমায় আমরা অনেক বড় কিছু করতে যাচ্ছি জানতে পেরে ভীষণ খুশি হয়েছেন, এমনকি শাকিব ভাই সম্পর্কেও জেনেছেন। আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন। তার অতি মূল্যবান সময় থেকে কিছু সময় আমরা পেয়ে অনেক গর্বিত।”