বিনোদন

শাকিবের নতুন লুক, পুরোনো বিতর্ক!

বাংলাদেশি চলচ্চিত্রে নকল বা অনুকরণের প্রবণতা যেন থামছেই না। গল্প, সংলাপ, দৃশ্য, মারামারি, এমনকি পোস্টার পর্যন্ত হুবহু মিল পাওয়া যায় ভারতের দক্ষিণী সিনেমার সঙ্গে। বছরের পর বছর ধরে এই বিতর্কে সবচেয়ে বেশি আলোচিত শাকিব খান। কখনো সিনেমার গল্প, কখনো পোস্টার বা লুক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন এই নায়ক। এবারো তার ব্যতিক্রম হলো না। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল আলোচনায় রয়েছে শাকিব খানের ‘সোলজার’ সিনেমার লুক। গত কয়েকদিন ধরে সিনেমাটির নতুন লুক নিয়ে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। কিন্তু ভক্তদের প্রশংসার মাঝেই উঠে এসেছে নতুন বিতর্ক—শাকিবের নতুন রূপটি নাকি দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক পৃথ্বীরাজ সুকুমারনের সাম্প্রতিক লুকের সঙ্গে আশ্চর্যরকম মিল। 

এক নজরে দেখলে বোঝা যায়, দুজনের পোশাক প্রায় অভিন্ন। কালো ডেনিম জ্যাকেটের গায়ে সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং, গোঁফে তীক্ষ্ণ ঘন রেখা, চোখে সানগ্লাস—সব মিলিয়ে যেন প্রতিচ্ছ্ববি। শুধু পোশাক নয়, দুজনের চুলের স্টাইল, মুখভঙ্গি এবং শরীরি ভাষাতেও মিল খুঁজে পাওয়া গেছে। পৃথ্বীরাজকে এভাবেই দেখা গিয়েছিল চলতি বছরের মার্চে তার মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’ এর প্রচারণায়। 

এ সিনেমায় পৃথ্বীরাজ অভিনয় করেছেন এক সামরিক কমান্ডারের চরিত্রে—যিনি সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেন। কৌতূহলজনক বিষয়, শাকিবের ‘সোলজার’ সিনেমার গল্পেও নাকি রয়েছে দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী এক সৈনিকের কাহিনি। থিমের এই মিলই দুই চরিত্রের লুকের সাদৃশ্যকে আরো দৃঢ় করে তুলেছে। 

চলচ্চিত্র অঙ্গনের অনেকেই মনে করছেন, এটি নিছক কাকতালীয় নয়। বরং দক্ষিণ ভারতীয় সিনেমার প্রভাব এখন ঢালিউডের নান্দনিক প্রকাশেও পড়ছে। কিছু নির্মাতা ও অভিনেতা হয়তো সেটি সচেতনভাবেই ব্যবহার করছেন দর্শক টানার কৌশল হিসেবে। তবে এতে মৌলিকতার প্রশ্ন থেকেই যায়। 

বছরের পর বছর ধরে শাকিব খান একের পর এক নকল বিতর্কে জড়িয়েছেন। কোনো সময় পোস্টার, কোনো সময় সিনেমার দৃশ্য, আবার কখনো চরিত্রের গেটআপ নিয়েও প্রশ্ন উঠেছে। এবার ‘সোলজার’ সিনেমার লুক সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। 

বাংলাদেশি চলচ্চিত্রে শাকিব খানের জনপ্রিয়তা তুঙ্গে। তাই তার প্রতিটি লুক, প্রতিটি পদক্ষেপই আলোচনার জন্ম দেয়। এখন দেখার বিষয় ‘সোলজার’ সিনেমার এই মিল দর্শকদের চোখে কাকতালীয় বলে গণ্য হয়, নাকি আরেকটি নকল বিতর্কে পরিণত হয়।