চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ আজ রবিবার (৯ নভেম্বর) সকালে ঝটিকা মিছিল করেছে। এ মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, পাঁচলাইশ পিলখানা এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), ফেনীর পশুরাম উপজেলার মনিপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) এবং নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর গ্রামের প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। তিনজনই পাঁচলাইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি ব্যানার নিয়ে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।