সারা বাংলা

নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাপার অর্ধশতাধিক নেতাকর্মী

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে আয়োজিত জামায়াতের এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন সেক্রেটারি কুতুবউদ্দিন, আলহাজ ফিরোজ, গোপালপুর ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহিন হোসেন প্রমুখ।

বক্তারা নবযোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সমাজ পরিবর্তনের একমাত্র পথ। সবাইকে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বিএনপির নেতা ও বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু এবং জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খান-এর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।