সারা বাংলা

৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রবিবার (৯ নভেম্বর) বিকেলে বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১ নম্বর সাব পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ১৮ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান বৈঠকে অংশ নেন।

ফেরত আসারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী শিশু অরন্য কুমার ভৌমিক। 

বিজিবি জানায়, কিছুদিন আগে বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা বিজিবি কোম্পানি কমান্ডারকে অবহিত করেন, তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিএসএফ কোম্পানি কমান্ডার এই তিন নাগরিকের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নিতে অনুরোধ করেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্থ করেন। 

বিএসএফের আটককরা ব্যক্তিদের নাম ও ঠিকানা মোতাবেক তাদের পরিবারের সঙ্গে পুলিশ ও বিজিবির যোগাযোগ করে। তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে আটককৃতদের হস্তান্তর করে। পরে তাদের জিডি মূলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, “তিন বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনী প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।