সারা বাংলা

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (১০ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় সিএনজিচালিত অটোরিকশা। জব্দকৃত মাদকের দাম প্রায় ৫০ লাখ টাকা।

জব্দ করা ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।