শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারে সামনে হাত বোমা হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে চিকন্দী আইনজীবী সমিতি ভবনের সামনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ওই ভবনের চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চিকন্দী আইনজীবী সমিতির সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগামী ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, তারই অংশ হিসেবে শরীয়তপুরে চিকন্দি আইনজীবী সমিতির সামনে একাধিক হাতবোমা হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
চিকন্দী আইনজীবী সমিতির সদস্য রুবায়েত আনোয়ার মনির মোল্লা বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে সারাদেশে যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, শরীয়তপুরে এই বোমা হামলা তারই জঘন্য উদাহরণ। আইনজীবীদের নিরাপত্তা নিয়ে এমন পরিস্থিতি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রশাসনের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু সেখানে ঘটেছে চরম ব্যর্থতা।”
তিনি বলেন, “আমাদের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাহস না পায়।”
এ বিষয়ে জানতে চাইলে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “গতকাল রাতে দুর্বৃত্তরা চিকন্দী পাড়ার এক আইনজীবীর চেম্বারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। বিষয়টি জানার পর চিকন্দী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় এবং আলামত জব্দ করে। এই ঘটনায় যারা সংশ্লিষ্ট, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
তিনি বলেন, “আমরা খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব এবং তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”