জাতীয়

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিখোঁজ

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রবিবার থেকে নিখোঁজ রয়েছেন। ওই দিন ব্যাগ ও আইডি কার্ড রেখে অফিস থেকে রেবিয়ে যান তিনি।

তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, ১৯ ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে জানানো হয়, গতকাল রবিবার (৯ নভেম্বর) উপপরিচালক নাঈম রহমান অফিসে এসেছিলেন। বেলা ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডি কার্ড রেখে নিরুদ্দেশ হয়ে এখনো নিখোঁজ রয়েছেন। মোবাইল ট্র্যাকিং থেকে জানা যায়, বেলা ১২ টা ৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। ওই সময় তার সর্বশেষ অবস্থান ছিল রাজধানীর সায়েদাবাদ। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে খুবই ডিপ্রেসড ছিলেন।

নাঈম তার পরিবারের একমাত্র ছেলে। এ ঘটনায় নাঈমের পরিবারের পক্ষ থেকে তার মা সাজ্জাদা রহমান জলি মিরপুর থানায় জিডি করেছেন। জিডি নম্বর ১১১৭। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।