বিনোদন

এবার ঢাকায় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক-সাংস্কৃতিক অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে থাকে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। এটি আয়োজন করে থাকে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে। এবার এই আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রবিবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী, শওকত আলী ইমন, শাহনাজ বেলী, উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ অনেকে।  

আয়োজকরা জানান, বিগত বছরগুলো এই আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সাফল্যের ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আগামী ৯ জানুয়ারি ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন শো টাইম মিউজিক অ্যান্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির। 

আলমগীর আলম বলেন, “মাতৃভূমিতে ২৫ তম আসর হতে যাচ্ছে এতে আমি খুবই আনন্দিত। ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক অনুভূতি, যেখানে পুরো জাতি একসঙ্গে উদযাপন করবে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির জয়যাত্রা।”  

শো টাইম মিউজিক অ্যান্ড প্লের পক্ষে জানানো হয়, এবারের আয়োজনের মূল উদ্দেশ্য, দেশের চলচ্চিত্র থেকে সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা, সেই সঙ্গে ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় তুলে দেওয়া। এই অনুষ্ঠানে একত্রিত করবে কিংবদন্তি তারকা, এ প্রজন্মের সৃজনশীল শিল্পীদের। 

২০২৫ সালের সেরা কাজের স্বীকৃতি স্বরূপ দেশের প্রায় ৩০ জনের বেশি তারকাকে এই পুরস্কার প্রদান করা হবে। যাতে আগামী প্রজন্ম আরো অনুপ্রাণিত ও সমৃদ্ধ হয়।