বিনোদন

দুজন মিলেই বিয়ের কথা গোপন রেখেছিলাম: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবাসা, বিবাহ, মাতৃত্ব—সব মিলিয়ে তাদের সম্পর্ক যেন সিনেমার গল্পকেও হার মানায়। সময়ের স্রোতে দুজনের পথ আলাদা হলেও, প্রেমের সেই অধ্যায় আজও রয়ে গেছে আলোচনায়। 

পুরোনো সেই গল্পেই আবারও ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন স্টুডিও’ এর ইউটিউব চ্যানেলের প্রথম পডকাস্টে বসে প্রেম, বিয়ে ও জীবনের নানা অনুচ্চারিত অধ্যায়ের কথা বলেন অপু। 

অপু বিশ্বাস বলেন, “বিয়ের বিষয়টি আমরা দুজনেই গোপন রেখেছিলাম। তখনকার পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দুজনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। তাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম—এটা আপাতত নিজেদের মধ্যে রাখাই ভালো।” 

এর আগেও বহুবার অপু জানিয়েছিলেন, বিয়ের বিষয়টি শাকিব খান লুকিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু এবার প্রথমবারের মতো তিনি বললেন, “এটি কেবল শাকিবের নয়, বরং দুজনেরই সিদ্ধান্ত ছিল।” 

বিয়ের পর শাকিব-অপুর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে পুত্র আব্রাম খান জয়। সন্তান জন্ম, মাতৃত্বের সংগ্রাম—সবকিছু নিয়েই পডকাস্টে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস।