আইন ও অপরাধ

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, যুবক আটক

রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের একজনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (​১০ নভেম্বর) রাত ১১টার দিকে ককটেল হামলা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ৫০০০ টাকার বিনিময়ে তিনি এই হামলা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ আটক যুবকের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক সাংবাদিকদের জানান, এনসিপির কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার হয়েছে। আটককৃতকে থানায় নেওয়া হয়েছে।

এর আগে, গত জুন-জুলাই সময়েও এনসিপি কার্যালয় লক্ষ্য করে কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। কিছু ঘটনায় দলের কর্মী-সমর্থকরা আহতও হয়েছিলেন।