সারা বাংলা

খুলনা জেলা পরিষদের নিখোঁজ নথি এক বছর পর উদ্ধার

খুলনা জেলা পরিষদ থেকে প্রায় এক বছর আগে নিখোঁজ ছয়টি গুরুত্বপূর্ণ নথি সোমবার (১০ নভেম্বর) দুপুরে প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের কক্ষ থেকে উদ্ধার হয়েছে। নথিগুলো উদ্ধারের পর সিনিয়র সহকারী মো. শহীদুল ইসলাম খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসলিমা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “বিষয়টি স্থানীয় সরকার বিভাগ এবং দুদককে জানানো হয়েছে।”

জেলা পরিষদ সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছরের উন্নয়ন প্রকল্প সম্পর্কিত নথিগুলি দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের এপ্রিল মাসে অনুসন্ধান করেছিল। ব্যাপক তল্লাশির পরেও সেই নথিগুলি খুঁজে পাওয়া যায়নি।

এর আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্ত্রাসীরা খুলনা জেলা পরিষদ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা মূল্যবান রেকর্ডপত্র আগুনে পুড়িয়ে দেয়।

নিজের কক্ষ থেকে নথি উদ্ধার হলেও প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুর রহমান দাবি করেছেন, নথিগুলি অফিসের কর্মচারীরা রেখেছিল। তিনি আগে খুঁজে পাননি-এখন পাওয়া গেছে। তবে, এটি ‘গুরুতর কিছু নয়’ বলেও দাবি তার।