অভিনেত্রী হেমা মালিনী তার স্বামী ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে ছড়ানো একাধিক গুজবের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন। ৮৯ বছর বয়সী এই তারকার মৃত্যুর খবরকে অস্বীকার করে, হেমা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ নিজের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন।
হেমা মালিনী লিখেছেন, ‘‘যা হচ্ছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল মিডিয়াগুলো কীভাবে এমন একজন ব্যক্তির সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটি খুবই অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। দয়া করে আমাদের পরিবার এবং গোপনীয়তার প্রয়োজনকে যথাযথ সম্মান দিন।’’
ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে চলচ্চিত্র জগতের ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তবে, ধর্মেন্দ্রর পরিবার দ্রুত সত্যিটা স্পষ্ট করতে এগিয়ে আসে। তার মেয়ে এষা দেওলও ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন।
এষা লিখেছেন, ‘‘সংবাদমাধ্যমগুলো সক্রিয়ভাবে এই ভুয়া খবরগুলো ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা সবাইকে অনুরোধ করছি আমাদের পরিবারকে গোপনীয়তা দেওয়ার জন্য। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার জন্য ধন্যবাদ।’’
সূত্র: হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি