মুন্সীগঞ্জের একটি গোডাউনে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সুমল লাল নামে এক ব্যক্তির গোডাউনে সেনাবাহিনী ও পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, পূর্ব শীলমন্দি এলাকার সুমল লালের গোডাউনে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা রয়েছে। এরই প্রেক্ষিতে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
তল্লাশিকালে গোডাউনটি থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরির তিনটি সীসা কার্তুজ, পাঁচটি লোহার বাট, সাতটি লোহার ব্যারেল, সাতটি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ছয়টি লোহার বোল্ট ও লোহার তৈরি লেদ মেশিনসহ বিভিন্ন সরঞ্জামা জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরে বিস্তারিত জানাতে পারব।”