খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসুবাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে গুইমারা সরকারি মডেল হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে ১৬০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৫০ লাখ টাকার এককালীন মানবিক সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এর আগে, প্রথম ধাপে খাগড়াছড়ি সদর ও রামসুবাজার এলাকার নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আরো ৫০ লাখ টাকা প্রদান করা হয়েছিল। ফলে দুই ধাপে মোট ১ কোটি টাকার সহায়তা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, পরিষদের সদস্য কুমার সাচিং প্রু চৌধুরী, মঞ্জিলা ঝুমা প্রমুখ।