খেলাধুলা

৫ ক‌্যাচ ছেড়ে আয়ারল‌্যান্ডের ৮ উইকেট নিল বাংলাদেশ

হাসান মাহমুদ যেভাবে শুরু করেছিলেন সাত সকালে। তাইজুল ইসলাম সেভাবেই শেষ করলেন পড়ন্ত বিকেলে। দিনের শুরুর প্রথম ওভারে উইকেট। দিনের শেষের ওভারে আবারও উইকেট। মাঝে ব‌্যাট-বলের লড়াই বেশ ভালোই হলো।

বাংলাদেশ চাইলেই আপারহ‌্যান্ডে থাকতে পারত। কিন্তু সুযোগ হাতছাড়ায় সম্ভব হয়নি। তাতে বেশি ক্ষতি হয়েছে বলেও মনে হচ্ছে না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে আয়ারল‌্যান্ডের পুঁজি ৮ উইকেটে ২৭০ রান।

পাঁচটি ক‌্যাচ হাতছাড়ায় অতিথিদের বড় স্কোর করতে সাহায‌্য করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। সাদমানকে দিয়ে দিন শুরু। পরে যোগ দেন তাইজুল ও মিরাজ। ১১ বলের ব‌্যবধানে এই তিনজন সকালের সেশনে তিন ক‌্যাচ ছাড়েন। দিনের প্রথম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদ তুলে নেন আইরিশ অধিনায়ক অ‌্যান্ডি বালব্রাইনের উইকেট। এরপর দারুণ জুটিতে প্রথম সেশন কাটিয়ে দেন পল স্টার্লিং ও কেড কারমাইকেল। ৯৬ রানের জুটি গড়েন তারা।

দ্বিতীয় সেশনে প্রথম ওভারে নাহিদ আক্রমণাত্মক বোলিংয়ে জুটি ভাঙেন। স্লিপে ক‌্যাচ দেন ৬০ রান করা স্টার্লিং। এরপর হ‌্যারি টেক্টরকে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। অফস্পিনার এলবিডব্লিউ করেন ফেরান তাকে। পরের উইকেটটাও নেন মিরাজ। এবার স্লিপে তালুবন্দি করান ৫৯ রান করা কারমাইকেলকে।

প্রথম সেশনে ৩.৬২ রান রেটে ৯৪ রান তোলা আয়ারল‌্যান্ড দ্বিতীয় সেশনে ৩ রান রেটে করে ৯০ রান। দিনের শেষ সেশনটি ছিল বাংলাদেশের। এই সেশনে ৮৬ রানে তুলে নেয় ৪ উইকেট। রান রেট ছিল ২.৫৩।

বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটের আজ যাত্রা শুরু হয়েছে হাসান মুরাদের। শেষ বিকেলে দারুণ বোলিংয়ে উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। কুর্টিস ক‌্যাম্ফার ৪৪ রানে স্লিপে ক‌্যাচ দেন হাসান মুরাদের বলে। এছাড়া ৪১ রানে লরকান টাকার স্টাম্পড হন তার বলেই। পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি গড়েছিলেন তারা। জুটি ভাঙার পর জোড়া উইকেটে বাংলাদেশকে আনন্দে ভাসান হাসান মুরাদ।

এই সেশনে শান্ত ও মুশফিকুরের হাত ছুঁয়ে বল বেরিয়ে যায়। নয়তো দ্রুতই আয়ারল‌্যান্ড অলআউট হয়ে যেত। মিরাজ তৃতীয় উইকেট পান অ‌্যান্ডি ম‌্যাকব্রাইনকে ফিরিয়ে। শেষ ত্রিশ মিনিটে বেশ ভালো লড়াই করছিল অতিথিরা। জর্ডান নীলকে সঙ্গ দিয়ে ব‌্যারি ম‌্যাকার্থি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিনের খেলার শেষ বলে মনোযোগ হারিয়ে তাইজুলের সোজা বলে এলবিডব্লিউ হন ৩০ রান করা নীল।

তাতে বাংলাদেশ কিছুটা স্বস্তি ফিরে পায়। ৫ ক‌্যাচ ছাড়ার দিনে অতিথিদের ৮ উইকেট নিয়ে ভালো কিছুর আশা করতেই পারে। উইকেট বেশ ভালো। বল ব‌্যাটে আসছিল। থিতু হয়ে গেলে বড় রান করা সম্ভব। বাংলাদেশের ব‌্যাটসম‌্যানরা জবাব দিতে পারেন কিনা ঠিকঠাকভাবে সেটাই দেখার।