অর্থনীতি

অফশোর ব্যাংকিং ইউনিট পরিচালনা সহজ করল বাংলাদেশ ব্যাংক

ট্রেড ফাইন্যান্স‌ কার্যক্রম আরো সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) পরিচালনা-সংক্রান্ত নির্দেশনায় গুরুত্বপূর্ণ কিছু সংশোধন করেছে। এর মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স অর্থায়ন সহজ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর আগে গত ১১ নভেম্বর এক সার্কুলারের মাধ্যমে চলতি বছর ৩০ জানুয়ারি জারি করা অফশোর ব্যাংকিং ইউনিটের নির্দেশনাকে সংশোধন করেছে।

আগের নির্দেশনা অনুযায়ী, অফশোর ব্যাংকিং ইউনিটগুলো কেবল তাদের নিজস্ব ব্যাংকের এডি শাখার মাধ্যমে বিশেষায়িত ও অ-বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে ট্রেড ফাইন্যান্স দিতে পারত—যেমন বাইয়ার্স ক্রেডিট, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিংসহ অন্যান্য অনুরূপ পদ্ধতি। তবে আলোচ্য সংশোধনের ফলে এই সীমা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে।

সংশোধন করা নতুন সার্কুলার অনুযায়ী, অফশোর ব্যাংকিং ইউনিট এখন থেকে তাদের নিজস্ব ব্যাংকের এডি ছাড়াও অন্যান্য ব্যাংকের এডির মাধ্যমে ট্রেড লোন প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে, সকল ঝুঁকি মূল্যায়ন কাউন্টারপার্টি এক্সপোজার এবং লিমিট মূল্যায়ন যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এটি অফশোর ফাইন্যান্সিং কার্যক্রমে আন্তঃব্যাংক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, অফশোর ব্যাংকিং ইউনিট এখন সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব এডি ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের এডি-এর মাধ্যমে নির্ধারিত মেয়াদের জন্য অনুমোদিত ট্রেড ফাইন্যান্স দিতে পারবে। এ ধরনের অর্থায়ন অবশ্যই প্রচলিত সতর্কতামূলক ঋণনীতির মানদণ্ড ও যথাযথ ডিউ ডিলিজেন্স‌ পরিপালন সাপেক্ষে হতে হবে।

একইভাবে, অবিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর জন্যও ওবিইউ এখন ক্রেতার ঋণ (বাইয়ার্স ক্রেডিট), স্বীকৃত বিল ফাইন্যান্সিং এবং অন্যান্য অনুমোদিত ট্রেড ফাইন্যান্স পদ্ধতিতে অর্থায়ন করতে পারবে, যা তাদের নিজস্ব ব্যাংকের এডি অথবা অন্য ব্যাংকের এডির মাধ্যমে সম্পাদিত হতে পারবে। এক্ষেত্রে যথাযথ ঝুঁকি মূল্যায়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপটি দেশের ট্রেড ফাইন্যান্স ইকোসিস্টেমকে গভীর ও বৈচিত্র্যময় করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন ব্যাংকের এডিগুলোর সঙ্গে ওবিইউগুলোর কার্যক্রমের আওতা বাড়ানোর ফলে অফশোর তারল্য আরো দক্ষভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে, লেনদেনজনিত জটিলতা হ্রাস করবে এবং আর্থিক খাতে প্রতিযোগিতামূলক পরিবেশকে উৎসাহিত করবে।

খাত সংশ্লিষ্টরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন কাঠামো স্থানীয় রপ্তানিকারক ও আমদানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুযোগ আরো প্রসারিত করবে।