অর্থনীতি

শ্রেণিকক্ষ পেরিয়ে উদ্ভাবনের পথে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং এক্সপিডিশন-২০২৫-এ অংশ নিয়েছেন। 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবেটরে ৮ থেকে ১০ নভেম্বর তিন দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শ্রেণিকক্ষের সীমা পেরিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ করে দেওয়া। সেখানে তারা কাছ থেকে দেখেছেন, কীভাবে জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতা একসঙ্গে কাজ করে বাস্তব জীবনের উদ্ভাবনে রূপ নেয়। কেউ শিখেছেন নতুন প্রোগ্রামিং কৌশল, কেউ ডুব দিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে, আবার কেউ জানার চেষ্টা করেছেন স্টার্টআপ গড়ে তোলার পথ।

পুরো অভিযাত্রা পরিচালনা করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল সাগর ও নাফিয়া মল্লিক। 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শাহিদুল ইসলাম খান বলেন, “আমরা বিশ্বাস করি, জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন সেটি অভিজ্ঞতার সঙ্গে মিশে যায়। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের শেখায় কীভাবে ধারণা বাস্তব সমাধানে রূপ নিতে পারে এবং ভবিষ্যতের প্রযুক্তিনেতা হিসেবে গড়ে উঠতে হয়।”