ক্যাম্পাস

ববি প্রেসক্লাবের দায়িত্বে আরিফ ও উবাইদা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিন পত্রিকার ববি প্রতিনিধি আরিফ হোসাইন। এছাড়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা মো. আবু উবাইদা।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এবং সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে (কণ্ঠভোট) আগামী ১ বছরের জন্য (২০২৫-২৬) ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।

ববি প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলী, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস রিলিজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নওরিন নুর তিষা, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর ইসলাম নিওন, সাংগঠনিক সম্পাদক ডালিয়া হালদার, কোষাধ্যক্ষ আবির হোসেন ওমর, দপ্তর সম্পাদক সাইফুল, প্রচার সম্পাদক সিয়াম, গ্রন্থগার সম্পাদক শিমু আক্তার।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- আব্দুল কাদের জীবন ও তাহসিন সারাকে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মো. আরিফ হোসাইন বলেন, “অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জন সকলের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে পাশে থাকব।”