সারা বাংলা

যৌথ অভিযানে ২৮১ বস্তা চালসহ আটক ৩

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের রামু এলাকা থেকে আত্মসাৎ করা ২৮১ বস্তা আতপ চালসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এর আগে ওই চালের বস্তাগুলো পুলিশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, গত ২৩ অক্টোবর ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা অর্থাৎ ১৫ টন আতপ চাল মেসার্স মা ট্রান্সপোর্ট এজেন্সি হবিগঞ্জ থেকে ছয়তারা রাইস এজেন্সি কুতুপালং উখিয়া কক্সবাজারে প্রেরণ করে। কিন্তু ট্রাকের চালক প্রতারণার আশ্রয় নিয়ে চাল গন্তব্যে না পাঠিয়ে আত্মসাৎ করে।

এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু হলে পুলিশের একটি টিম ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও হবিগঞ্জ সদর থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজার জেলার রামু থানার চাকমারকুল নয়া চরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এতে রামু থানা পুলিশ সহায়তা করে। অভিযানে আত্মসাৎ করা ২৮১ বস্তা চাল উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

উদ্ধারকৃত চাল ও আটকদের হবিগঞ্জে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত কার্যক্রম চলমান আছে বলেও জানিয়েছে পুলিশ।