সারা বাংলা

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞার সময় বেড়েছে

চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকায় যেকোনো মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা ১ মাস বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের প্রধান কেন্দ্র চট্টগ্রাম বন্দর। প্রতিদিন বন্দরের ভেতর এবং আশপাশের সড়ক দিয়ে পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও প্রাইম মুভার চলাচল করে। এ কারণে বন্দরের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক সময়ে বন্দর এলাকার বিভিন্ন স্থানে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের মিছিল ও সমাবেশের কারণে যানজট তৈরি হয়। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।

এ অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বন্দর এলাকার বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ পুরো বন্দরসংলগ্ন এলাকায় রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের যেকোনো কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে, এই এলাকায় গত ১১ অক্টোবর থেকে ৩০ দিনের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল সিএমপি। নতুন ঘোষণার মাধ্যমে সেই নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানো হলো।