সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সকালে রায়গঞ্জের ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫) এবং উল্লাপাড়ার চৌকিদাহ সেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুল লতিফ সলঙ্গা থানাধীন চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। উল্লাপাড়া উপজেলা থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন লতিফ। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে সলঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লতিফকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেছেন, খবর পেয়ে উল্লাপাড়ার চৌকিদাহ সেতুর নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর পরিচয় জানা যাবে। মহরদেহটি মর্গে পাঠানো হয়েছে।