অর্থনীতি

নর্ডিক বাজারে রেনাটার আমান্টাডিন ওষুধ উন্মোচন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসি ইউরোপীয় ইউনিয়ন গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস (ইইউ জিএমপি) অর্জন করেছে।

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো কোম্পানি শক্তিশালী পণ্য সুবিধা হিসেবে এই মর্যাদাপূর্ণ সার্টিফিকেশন পেয়েছে এটি। এরই ধারাবাহিকতায় নর্ডিক বাজারে নতুন ওষুধ ‘পার্কাডিন’ (অ্যামান্টাডিন ১০০এমজি ক্যাপসুল) উন্মোচন করেছে রেনাটা।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নর্ডিক বাজার বলতে উত্তর ইউরোপের ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের সমন্বয়ে গঠিত বাজার অর্থনীতিকে বোঝানো হয়। এই বাজারগুলো একটি একক বাজার ব্যবস্থা হিসেবে কাজ করে, যেখানে শ্রম, পণ্য এবং সেবার অবাধ চলাচল নিশ্চিত করা হয়।

রেনাটা জানায়, পার্কাডিন নামের ওষুধটি ফিনল্যান্ডে উন্মোচন করা হয়েছে, যা দেশটিতে প্রথম এবং একমাত্র নিবন্ধিত জেনেরিক আমান্টাডিন। একইসঙ্গে এটি ডেনমার্ক, সুইডেন এবং নরওয়েতেও চালু করা হয়েছে। পণ্যটি তাদের ইইউ-জিএমপি অনুমোদিত রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটিতে উৎপাদিত।

রেনাটা আরো জানায়, এটি পারকিনসন’স রোগের উপসর্গভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এককভাবে বা লেভোডোপার সঙ্গে সমন্বিতভাবে প্রয়োগ করা যেতে পারে। ইউরোপে এ ওষুধের সফল উন্মোচন রেনাটার বৈশ্বিক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ইউরোপীয় বাজারে রেনাটার উপস্থিতি আরো শক্তিশালী হলো।

তারা বিশ্বব্যাপী রোগীদের জন্য উচ্চমানের ও সহজলভ্য ওষুধ সরবরাহে অঙ্গীকারবদ্ধ এবং এ উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন বলেও জানিয়েছে রেনাটা।