রাজনীতি

ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, “এখন সবচেয়ে বড় সংকট হলো রাষ্ট্রের জনগণ থেকে বিচ্ছিন্নতা। ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে। পুলিশ দিয়ে আন্দোলনকারী শিক্ষক, চিকিৎসক ও নার্সদের পিটিয়েছে। এখন সবার একটাই প্রশ্ন, সংস্কার প্রয়োজন আছে নাকি নেই। রাষ্ট্রের যে ফ্যাসিবাদী সিস্টেম, সেভাবে একটি দেশ চালানো সম্ভব নয়।”

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো দীর্ঘদিন বঞ্চনার শিকার মানুষের অধিকার নিশ্চিত করা। সরকারের চেয়ার মানে জনগণের দাবি বোঝা এবং সেগুলো জনগণের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করা। জনগণকে একটি কার্যকর স্বাস্থ্য কাঠামো দিতে হবে সরকারকে।”

তিনি অভিযোগ করে বলেন, “শোনা যাচ্ছে আওয়ামী লীগ যে মামলাগুলো দায়ের করেছে, সেগুলো হয়তো তুলে নেওয়া হবে। ১ বছরে টাকার বিনিময়ে সব মামলা তুলে নেওয়া হয়েছে, সেটার স্বীকৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির ১ বছরের সফলতা চাঁদাবাজি আর মামলাবাজি—সেটাই কি জনগণের কাছে ভোট চাওয়ার পর্যাপ্ত কারণ?”

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কারের দাবি জানিয়েছিলাম। কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে। দেশের বড় একটি জেনারেশন সংস্কার চায়। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, সেটাকে অবশ্যই সম্মান করতে হবে।”

তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, “জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জনগণের পালস বুঝতে পেরেছিলেন এবং দেশের হাল ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু বর্তমানে যারা বিএনপিতে আছেন, তারা জনগণের পালস বোঝেন না। তাই তাদের প্রতি আহ্বান, ইগো না রেখে সংস্কারের পথে আসুন।”