আন্তর্জাতিক

এপস্টাইনের নির্যাতনের শিকার মেয়েদের সম্পর্কে জানতেন ট্রাম্প

শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের আচরণ সম্পর্কে জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি এপস্টেইনের বাড়িতে যৌন নির্যাতনের শিকার মেয়েদের সম্পর্কেও জানতেন। বুধবার মার্কিন কংগ্রেসের নজরদারি কমিটির ডেমোক্র্যাটরা এ সংক্রান্ত এপস্টাইনের তিনটি ইমেইল প্রকাশ করেছে।

তিনটি বার্তা প্রকাশের ফলে হোয়াইট হাউসের উপর তথাকথিত এপস্টাইন ফাইল প্রকাশের জন্য উল্লেখযোগ্য চাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

অসংখ্য ভুক্তভোগী জানিয়েছেন, এপস্টাইনের নিউ ইয়র্কের বাড়ি, ফ্লোরিডায় তার প্রাঙ্গণ এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের লিটল সেন্ট জেমস-এ তার কম্পাউন্ডে অনুষ্ঠিত কুখ্যাত পার্টিতে তাদের উপর নির্যাতন করা হয়েছিল। ওই সব পার্টিতে ক্লায়েন্টদের ব্যক্তিগত বিমানে করে নিয়ে যাওয়া হত।

একটি ইমেইলে এপস্টাইন তার সহ-ষড়যন্ত্রকারী গিসলাইন ম্যাক্সওয়েলের কাছে ২০১১ সালের এপ্রিলে অভিযোগ করেছিলেন যে ট্রাম্প দীর্ঘদিন ধরে একজন নিন্দিত অর্থদাতার যৌন পাচারের শিকার নারীর সাথে জড়িত ছিলেন।

বার্তাটিতে লেখা আছে. “আমি চাই আপনি বুঝতে পারেন, যে কুকুরটি ঘেউ ঘেউ করেনি সেটি ট্রাম্প.. (ভুক্তভোগীর নাম সংশোধন করা হয়েছে) তার সাথে আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে, তার কথা কখনো উল্লেখ করা হয়নি।”

তার উত্তরে ম্যাক্সওয়েল লিখেছিলেন, “আমি এটি নিয়ে ভাবছিলাম।”

২০১৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের জীবনীকার মাইকেল উলফকে পাঠানো দ্বিতীয় বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রাম্প তাকে ফ্লোরিডার ক্লাব মার-এ-লাগো থেকে পদত্যাগ করতে বলেছিলেন। কিন্তু এপস্টাইন জানিয়েছিলেন, তিনি ‘কখনো ক্লাবের সদস্য ছিলেন না।’ একইসঙ্গে  জানিয়েছেন, ‘অবশ্যই তিনি মেয়েদের সম্পর্কে জানতেন কারণ তিনি গিসলাইনকে থামতে বলেছিলেন।’